
ওঙ্কার বাংলা ডেস্ক: প্রেম তো শাশ্বত, রাষ্ট্রের কাঁটাতার বা সেনাবাহিনীর বুলেটের সামনে প্রেম। অকুতোভয়। পাসপোর্ট, ভিসা ছাড়াই প্রেমের টানে সীমান্ত টপকে প্রতিবেশী দেশ পাকিস্তানে গিয়েছিলেন ভারতের যুবক। আর তার জেরেই সেদেশের পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে দিন কাটাচ্ছেন তিনি। জানা গিয়েছে, ওই যুবকের নাম বাদল বাবু। উত্তরপ্রদেশের আলিগড়ের নাগলা খাটকারি গ্রামের বাসিন্দা।
খবর অনুযায়ী, পাকিস্তানের নাগরিক এক মহিলার সঙ্গে বাদল বাবুর সমাজমাধ্যমে পরিচয় হয়। ক্রমে কথা বাড়তে বাড়তে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। সেই বন্ধুত্ব গড়ায় প্রেমের সম্পর্কে। প্রিয় মানুষকে কাছে পেতে তাই অবৈধভাবে সীমান্ত পেরোনোর সিদ্ধান্ত নেন বাদল। কিন্তু পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ তাকে মান্ডি বাহাউদ্দিন শহর থেকে ২৭ ডিসেম্বর গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে পাকিস্তানের ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬-এর ১৩ এবং ১৪ ধারায় মামলা করা হয়। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। আগামী ১০ জানুয়ারি আবার তাঁকে আদালতে পেশ করা হবে।