
ওঙ্কার ডেস্কঃ অযোগ্য চাকরিপ্রার্থীদের নামের পাশে ‘একেই নিতে হবে’ লিখে দিতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই এর দেওয়া চার্জশিটে এমনটাই উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই জানিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে গিয়ে বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে অযোগ্য প্রার্থীদের নামের তালিকা উদ্ধার করা হয়েছে। সেখানেই পার্থের হাতে লেখা নির্দেশের প্রমান পাওয়া গেছে।
২০২৩ সালের জুন মাসে প্রাথমিক মামলার তদন্ত করতে বিকাশ ভবনে হানা দেয় সিবিআই। সেখানকার গুদাম থেকে উদ্ধার হয় চাকরিপ্রার্থীদের নামের তালিকা।ওই তালিকায় দেখা যায় প্রত্যেকটি অযোগ্য চাকরিপ্রার্থীদের নামের পাশে তাদের নাম সুপারিশ করা প্রভাবশালী ব্যাক্তির নাম লেখা থাকত। তার পাশেই লেখা থাকত বিভিন্ন নির্দেশমূলক মন্তব্য।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে অক্টোবরে পার্থকে গ্রেফতার করেছিল। এই মামলায় যে চার্জশিট জমা দেওয়া হয়েছে, তার প্রতিটি পাতায় রয়েছে পার্থ মানিকের নাম। চার্জশীটে এই হাতে লেখা গুলিই প্রমান করে দিচ্ছে এই মামলার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িয়ে আছে পার্থ।