
ওঙ্কার ডেস্কঃ মোবাইল ফোন ছাড়া বর্তমানে মানুষের জীবন অচল । ছোট থেকে বড় সকলেই মত্ত মুঠো ফোনের বিভিন্ন অ্যাপস এ। এবার ফেসবুক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। ১৮ বছরের নীচে ছেলে ও মেয়েদের ফেসবুক খুলতে গেলে এবার থেকে লাগবে বাবা ও মায়ের অনুমতি।
বর্তমানে বেশিরভাগ কিশোর কিশোরী ই ফোনের নেশায় আসক্ত। আগের মত খেলাধুলায় মন নেই এখনকার বাচ্চাদের। তারা ফোনে রিলস বা গেম খেলতেই বেশি পছন্দ করে।এছাড়া ফেস বুক নিয়ে মাতামাতি তো আছেই। শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। এবার ১৮ বছরের নিচে কোন কিশোর অথবা কিশোরীকে ফেসবুকে ঢুকতে গেলেই লাগবে বাবা ,মায়ের অনুমতি। আগামী ১৮ ফেব্রুয়ারি এই নিয়ম কার্যকর হওয়ার কথা। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট (DPDP) নিয়মের খসড়া প্রকাশ করা হয়েছে সম্প্রতি। ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে সেই খসড়া প্রকাশ করা হয়েছে। এর মধ্যে কোনও পক্ষের আপত্তি না জানালে এই নিয়ম জারি হবে বলে জানা গেছে। এই আইনে ২৫০ কোটি টাকা পর্যন্ত জরিমানা করার নির্দেশ রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ১৮ ফেব্রুয়ারি।