
ওঙ্কার বাংলা ডেস্ক: জন সুরাজ দলের প্রধান এবং বিখ্যাত ভোট কুশলী প্রশান্ত কিশোরকে গ্রেফতার করল বিহার পুলিশ। সোমবার ভোরে পাটনার গান্ধী ময়দানের অনশনস্থল থেকে তাঁকে গ্রেফতার কয়া হয়। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, সোমবার ভোরে প্রথমে পুলিশ তাঁকে আটক করে, পরে গ্রেফতার করা হয়। এদিন প্রশান্ত কিশোরের পাশাপাশি তাঁর বেশকয়েকজন সমর্থককেও গ্রেফতার করেছে পুলিশ। পিকের সমর্থকদের একাংশের দাবি, তাঁদের নেতাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেবিষয়ে পুলিশের তরফে কোনও তথ্য জানানো হয়নি। এদিন পাটনার জেলাশাসক চন্দ্রশেখর সিংহ জানান, প্রশান্ত কিশোর এবং তাঁর সমর্থকদের গান্ধী ময়দান থেকে সোমবার সকালে পুলিশ গ্রেফতার করেছে। তাঁদের আদালতে পেশ করা হবে বলে জানান তিনি।
খবর অনুযায়ী, সোমবার ভোরে পিকেকে আটক করে প্রথম স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এমস হাসপাতালে। অ্যাম্বুলেন্সে তোলার সময় প্রশান্ত কিশোরকে চড় মারা হয় বলে অভিযোগ করেছেন তাঁর সমর্থকরা।
প্রসঙ্গত বিহারের সরকারি চাকরির পরীক্ষা অর্থাৎ বিপিএসসিতে অনিয়ম হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রশান্ত কিশোর। এর প্রতিবাদে এবং নতুন করে পরীক্ষা নেওয়ার দাবিতে পাটনার গান্ধী ময়দানে ‘আমরণ’ অনশন শুরু করেন তিনি। সোমবার ছিল সেই অনশনের চতুর্থ দিন। কিন্তু এদিন ভোরেই তাঁকে গ্রেফতার করল পুলিশ।