
ওঙ্কার বাংলা ডেস্ক: ক্লাসরুমের মধ্যে বসেই নীলছবি দেখছিলেন শিক্ষক। আর সেই দৃশ্য দেখে ফেলেছিল ৮ বছরের এক পড়ুয়া। আর তার জেরে পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। ইতিমধ্যে ছাত্রের বাবার অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শিক্ষকের নাম কুলদীপ যাদব। অভিযোগ, ক্লাসে বসেই পর্নোগ্রাফি ভিডিয়ো দেখছিলেন তিনি। এক পড়ুয়া উঁকি মেরে তা দেখে ফেলেন। এরপর বিষয়টি নিয়ে সহপাঠীদের সঙ্গে হাসাহাসি করে সে। আর এর ফলে রেগে যান অভিযুক্ত শিক্ষক। তাকে চুলির মুঠি ধরে দেওয়ালে মাথা ঠুকে দেন। সেই সঙ্গে বাঁশ দিয়ে চলে বেধড়ক মারধর। আক্রান্ত পড়ুয়ার বাবার অভিযোগ, তাঁর ছেলের মাথায় ও কানে আঘাত লেগেছে। বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। এরপর ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।