
ওঙ্কার বাংলা ডেস্ক: নতুন বছরের শুরুতেই নামল তাপমাত্রা। ৩ ডিগ্রি তাপমত্রা নেমেছে কলকাতায়। এদিন মহানগরে তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। বছরের শুরুতে পারদ নামলেও সপ্তাহন্তে ফের উষ্ণতা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমত্রা নেমেছে ১০ ডিগ্রির নীচে। উত্তরবঙ্গকে কার্যত টেক্কা দিচ্ছে পুরুলিয়া। এদিন পুরুলিয়ায় তাপমাত্রা নেমেছে ৭.৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। বুধবার আলিপুরের তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে পারদ নেমেছে ১০.৯ ডিগ্রির ঘরে। বৃহস্পতিবার আরও খানিকটা তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। দক্ষিণের তুলনায় উত্তরে কুয়াশার বেশি থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।