
সুরজিৎ দাস,নদীয়া: স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে বিডিও কে ঘিরে ধর্ণা ও অবস্থান বিক্ষোভ বিজেপির।বিডিওর হাতে তুলে দেওয়া হল তৃনমূলের প্রতীক চিহ্ন।
এলাকায় বিজেপির বোর্ড থাকা স্বত্বেও সব উন্নয়নমূলক কাজ তৃণমূলের সদস্যদের দিয়ে করানো এবং স্বজনপোষণের অভিযোগ উঠেছিল শান্তিপুরের বিডিওর বিরুদ্ধে।প্রতিবাদে সোমবার ফুলিয়া অফিসে বিডিও কে ঘিরে ধর্ণা ও অবস্থান-বিক্ষোভ করে বিজেপি।
এদিন বিজেপি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী এবং শান্তিপুর ব্লকের একাধিক এলাকার জনপ্রতিনিধি এবং পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা একত্রিত হয়ে এই অবস্থান বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালীন বিডিও সন্দীপ ঘোষ এবংজয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাসের হাতে তৃণমূলের প্রতীক তুলে দেন বিজেপি জন্যপ্রতিনিধিরা। যদিও সেই প্রতীক গ্রহণ করেনি বিডিও,জয়েন বিডিও কেউই।
এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার জানান বিজেপি যে অভিযোগ করছে তার পুরোটাই মিথ্যে । কোন রাজনৈতিক ইস্যু না পেয়ে এইভাবে ভিডিও এবং জয়েন্ট ভিডিও কে কলুষিত করার চেষ্টা করছে বিজেপি।