
ওঙ্কার ডেস্কঃ ২০২৫ এর শুরুতেই উত্তর ভারতে জাঁকিয়ে পড়ল শীত। ঠাণ্ডার পাশাপাশি কুয়াশার দাপটে উত্তর ভারতের রাজ্য গুলিতে ব্যাহত হচ্ছে ট্রেন ও বিমান চলাচল। শুক্রবার সকালে কুয়াশার কারণে দিল্লিতে দৃশ্যমানতা মাইনাসে নেমে যায় , ফলে বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় । বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার সকালে পালম এবং সফদরজং এই দুই বিমানবন্দরের দৃশ্যমানতা শূন্যের নিচে নেমে আসায় দুশোরও বেশি বিমান ওঠানামায় দেরি হয় । কুয়াশার জন্য ইন্ডিগো, স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়ার বিমানগুলি দিল্লির বিমানবন্দর থেকে প্রায় ৪৭ মিনিট দেরিতে ছেড়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী দিনগুলিতে তাপমাত্রার পারদ আরও নিচে নামবে সঙ্গে কুয়াশার দাপটও থাকবে। শুক্রবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারির প্রথম সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানা যাচ্ছে।
ট্রেন চলাচলের ক্ষেত্রে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে এবং দূরপাল্লার প্রায় ২৪ টি ট্রেন ছাড়তে দেরি হয়েছে।তারমধ্যে রয়েছে বিহারক্রান্তি এক্সপ্রেস, অযোধ্যা এক্সপ্রেস এবং গোরক্ষধামের মত বেশকিছু গুরুত্বপূর্ণ ট্রেন। উত্তর ভারতের রাজ্য গুলির মধ্যে দিল্লি, রাজস্থান, শ্রীগঙ্গানগর প্রভৃতি জায়গায় কুয়াশা এবং ঠাণ্ডার দাপট আরও বাড়বে।