
স্পোর্টস ডেস্ক : ভারত -পাক যুদ্ধের জন্য স্তগিত হয়েছে আইপিএল। আর এবারে স্তগিত হল সি এ বি পরিচালিত বেঙ্গল প্রো টি২০ লিগ। আগামী ১৬ মে দুবরাজপুরে মহিলাদের প্রো টি ২০ শুরু হওয়ার কথা ছিল ই ডেনে ফাইনা ছিল ৪ জুন আর পুরুষদের টুর্নামেন্টও সেদিন শুরু হওয়ার কথা ছিল।আগামী সোমবার এই লিগের পুরুষ টিমের ড্রাফট হওয়ার কথা ছিল। আপাতত সব স্থগিত রেখেছে সি এ বি কর্তারা। এদিন সিএবি সচিব নরেশ ওঝা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘কঠিন সময় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল দেশের সঙ্গে আছে। সেনাবাহিনীকে কুর্নিশ জানায় সিএবি। অপারেশন সিঁদুরের মাধ্যমে জঙ্গিহানার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করা হয়েছে। যা ভারতীয়দের জন্য গর্বের এবং অনুপ্রেরণার। ক্রিকেট জাতীয় প্যাশন হলেও, দেশের ঊর্ধ্বে নয়। ক্রিকেট সবসময় সবাইকে একত্রিত করে, কিন্তু এই কঠিন সময়, আমাদের প্রধান কর্তব্য দেশের জন্য।’