
নিজস্ব প্রতিনিধিঃ দীঘা থেকে ধৃত ২ জঙ্গীকে কলকাতা থেকে ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে স্থানীয় স্পেশাল NIA আদালতে পেশ করা হয় ধৃতদের। আদালত অভিযুক্ত দুইজনকে 10 দিনের NIA হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।এন আই এ সূত্রে খবর,কলকাতার এসপ্ল্যানেডে চাঁদনী চকে একটি মোবাইল সরানোর দোকানে গিয়েছিল এই ২ জঙ্গি। মোবাইলের দোকানের সিসিটিটিভি ফুটেজ সামনে এসেছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে ধৃতদের। জঙ্গিরা যখন মোবাই দোকানে গিয়েছিলেন তখন সেই ফোনে সিম কার্ড ছিল না। ফোন ঠিক করার সময় যে দোকানদার ফোন সারাছিল, সে নিজের সিম ওই ফোনে ব্যবহার করেছিল। এবং একজনকে ফোন করছিল। ফোন ঠিক হয়েছে দেখার জন্য। সেই সূত্র ধরেই NIA এর আধিকারিকেরা এই দোকানে যায়। এবং দোকানদারের বয়ান রেকর্ড করেন। সূত্রের খবর, ধৃত দুই জঙ্গির সঙ্গে আইএস জঙ্গি সংগঠনের যোগ পাওয়া গিয়েছে।