
স্পোর্টস ডেস্ক :কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল সিমন গ্রেসন’কে। বেঙ্গালুরু এফসি’র হয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, সুপার কাপের ফাইনালিস্ট হওয়ার পাশাপাশি আইএসএল’এ সুনীল ছেত্রী’দের ফাইনালে তুলে দেওয়ার পিছনে বিরাট অবদান রয়েছে এই ইংরেজ কোচের। তাঁকেই এবার ছাঁটাই করে দিল বেঙ্গালুরু এফসি।
একটা সময় দুরন্ত ফর্মে ছিলেন গ্রেসন। তাঁর তত্ত্বাবধানে একের এক ট্রফি ঢুকেছে বেঙ্গালুরু শিবিরে। কিন্তু চলতি মরসুমের শুরু থেকেই তাঁকে এবং দলকে ছন্দে দেখা যাচ্ছে না। চলতি আইএসএলে নয় ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছেন সুনিল’রা। বাকি আটটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে অমিমাংসিত অবস্থায় শেষ হয়েছে ও বাকি ম্যাচগুলি ড্র করেছে বেঙ্গালুরু।
বেঙ্গালুরু’র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে শুধু মাত্র গ্রেসন’ই নন, তাঁর পাশাপাশি চাকরি গিয়েছে সহকারি কোচ নেইল ম্যাকডোনাল্ডের। এই দিন ছাঁটাইয়ের পর গ্রেসনের উদ্দেশ্যে বেঙ্গালুরু’র পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা গ্রেসন’কে ধন্যবাদ জানাতে চাই। গত মরসুমে তাঁর তত্ত্বাবধানে দল দুরন্ত পারফরম্যান্স করেছে। এমনকি তাঁর সৌজন্যে বেঙ্গালুরু ট্রফি ক্যাবিনেটে ডুরান্ড কাপ যুক্ত হয়েছে। তাই তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।’ ২০২২-২৩ মরসুমে বেঙ্গালুরু’র সঙ্গে যুক্ত হয়েছিলেন গ্রেসন। তাঁর প্রশিক্ষণে তিনটি বড় টুর্নামেন্টের(সুপার কাপ, আইএসএল এবং ডুরান্ড কাপ) ফাইনালে খেলেছেন সুনীল’রা। এ হেন ইংরেজ কোচকেই এবার বিদায় জানাল বেঙ্গালুরু।