
বাবলু প্রামাণিক,ভাঙড়:মঙ্গলবার সাত সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানা ভাঙড়ে। ভাঙড়ের এক নম্বর ব্লকের অন্তর্গত চক বড়ালী এলাকার অনলাইন দোকানদার জলিল মোল্লার বাড়িতে সাত সকালে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকেরা।এই মুহূর্তে এলাকাবাসীরা জলিল মোল্লার বিরুদ্ধে বেশি কিছু বলতে চাইছেন না।তবে স্থানীয় সূত্রে জানা গেছে , বালিগাদা এলাকায় আগে একটি অনলাইন দোকান ছিল জলিল মোল্লার।
বর্তমানে কলকাতার কৈখালী এলাকার একটি অনলাইন দোকানে কাজ করে সে ।
এদিন সকালে মোট ছয় জন ইডি আধিকারিক তিনটি গাড়ি করে আসে জলিল মোল্লার বাড়িতে।
সঙ্গে ছিলো কেন্দ্রীয় বাহিনী। জলিল মোল্লার বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।