
নিজেস্ব প্রতিনিধিঃ তেলেঙ্গানার খাম্মামে শুরু হল নকশাল পন্থীদের ঐক্য সম্মেলন। নকশালপন্থীদের পিসিসি, সিপি আই এম এল, রিভলিউশনারি ইনিশিয়েটিভ এবং প্রজাপন্থা গোষ্ঠীর ঐক্য সম্মেলন রবিবার থেকে শুরু হয়েছে। উল্লেখ্য পিসিসি, সিপিআই এম এল নকশাল পন্থীদের অনেক পুরনো সংগঠন। পশ্চিমবঙ্গে গোপীবল্লভপুর থেকে একসময়ের বিধায়ক সন্তোষ রানা জিতেছিলেন। প্রজাপন্থার অন্ধপ্রদেশে এবং তেলেঙ্গানায়
বেশ কিছু কাজ রয়েছে। রেভলিউশনারি ইনিশিয়েটিভ গোষ্ঠীর মূল কাজ পশ্চিমবঙ্গে ভাঙরের দিকে রয়েছে। অলীক চক্রবর্তী এই গোষ্ঠীর নেতা। এই তিনটি গোষ্ঠীর নতুন করে ঐক্যবদ্ধ তৎপরতার দিকে কেন্দ্রীয় গোয়েন্দারা নজর রাখছেন বলে জানা গিয়েছে।