
গোপাল শীল,ভাঙড়ঃ ভোট পরবর্তী হিংসায় তপ্ত ভাঙড়। গ্রেফতার চার হেভিওয়েট আইএসএফ নেতা। যা ঘিরে নতুন করে উত্তেজনা ভাঙড়ে। সব অশান্তির জন্য দায়ী আইএসএফ বলে দাবি তৃণমূল বিধায়ক সৌকত মোল্লার।
ভোট পরবর্তী হিংসায় ভাঙড়ে গ্রেফতার চার হেভিওয়েট আই এস এফ নেতা। ধৃতদের নাম ওহিদুল ইসলাম, কারিমুল ইসলাম, ইছা মোল্লা ও বাবর আলি। ওহিদুল ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সদস্য। কারিমুল চালতাবেড়িয়া এলাকার দাপুটে নেতা। তিনদিন আগে বোমা তৈরি করার সময় পঞ্চায়েত সদস্য আজহারউদ্দিন সহ পাঁচজন গুরুতর জখম হন। সেই ঘটনায় কারিমুল ও ওহিদুল জড়িত এমনটা প্রমান পাওয়ার পর উত্তর কাশীপুর থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আর চন্ডিহাট গ্রামের বাসিন্দা ইছা মোল্লা ও বারব আলির কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে খবর। এরা ভোট পরবর্তী একাধিক হিংসায় জড়িত বলে দাবি করেন তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা ।ভাঙড়ে অশান্তির জন্য দায়ী আইএসএফ বলে দাবি সৌকত মোল্লার।