
সঞ্জীব গোঁগোঁই, মাজুলি ,অসমঃ অসমের মুখ্যমন্ত্রী দেশের সব মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। তিনি শুধু জন সাধারণের মানুষ লুঠ করতে চান। এবং মানুষের মনে একে অপরের জন্য হিংসা তৈরি করতে চান। মাজুলিতে সভা করে এমন দাবি করলেন, রাহুল গান্ধী।
রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ ইতিমধ্যেই অসমের মাজুলিতে গিয়ে পৌঁছেছে। শুক্রবার ষষ্ঠ দিনে জলপথে নৌকায় ব্রহ্মপুত্র নদ পার হয়ে জোরহাট থেকে মাজুলি পৌঁছান কংগ্রেস সাংসদ রাহুল। কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে নৌকায় চেপে ব্রহ্মপুত্র পার হন রাজীব সনিয়া তনয়। সেখানে পৌঁছে, রাহুল এক সভা করে বলেন, ‘অসমের মুখ্যমন্ত্রী দেশের সব মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। তিনি শুধু জন সাধারণের মানুষ লুঠ করতে চান। এবং মানুষের মনে একে অপরের জন্য হিংসা তৈরি করতে চান। তিনি পাশাপাশি বিজেপি সরকারের সকারের সমলোচানা করে বলেন, আদিবাসীদের জমির আধিকার কেড়ে নিছে কেন্দ্রের ও অসম রাজ্যের বিজেপি সরকার।
প্রসঙ্গত, আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এই যাত্রার অসমে থাকার কথা। অহম রাজ্যের ১৭ জেলা দিয়ে ৮৩৩ কিমি পথ পাড়ি দেওয়ার কথা রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ র।