
তাপস ঘোষ, ভরতপুর : এবার মুর্শিদাবাদে আগ্মেয়াস্ত্র ও কার্তুজ তৈরির কারখানার হদিশ মিলল। উদ্ধার করা হয়েছে বন্দুক তৈরীর সরঞ্জাম সহ গুলি তৈরির মশলা ও গুলির খোল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ভরতপুর থানার সোনিয়া মদনপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছে। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাত ইঞ্জি দৈর্ঘের দুটি কালো রিভালভার, আটটি কার্তুজের খোল, দুটি লাইভ কার্তুজ, দেশলাই বাক্স ভর্তি লোহা সীসার বল, প্রচুর পরিমাণে কমলা রঙের গান পাউডার । এছাড়া অস্ত্র তৈরির এলাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে কালাম শেখ নামে এক ব্যক্তিকে। পুলিশের প্রাথমিক অনুমান, কালাম শেখ বাড়িতে গোপনে অস্ত্র ও কার্তুজ তৈরি করে বিক্রি করত। কালাম শেখকে কান্দি মহকুমা আদালতে হাজির করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়াটার মজিদ ইকবাল বলেন, ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে এর সঙ্গে আর কারা জড়িত আছে খতিয়ে দেখা হবে।
মুর্শিদাবাদে ভিন রাজ্য থেকে আগ্মেয়াস্ত্র আমদানি করে বিক্রি করত অস্ত্র ব্যবসায়ীরা। এবার এই জেলাতেই হদিশ মিলল অস্ত্র তৈরির গোপন কারখানা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কান্দি মহকুমার ভরতপুর থানা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে ভরতপুর থানার সোনিয়া মদনপুর এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালাই ভরতপুর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে বাড়ি থেকে উদ্ধার হয় বন্দুক তৈরীর সরঞ্জাম সহ গুলি তৈরির মসলা ও গুলির খোল। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অস্ত্র তৈরির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে কালাম শেখ নামে ওই ব্যাক্তি তার বাড়িতে বন্দুক ও গুলি তৈরি করে সেই খবর পেয়ে তার বাড়িতে ভরতপুর থানার পুলিশের টিম গিয়ে তল্লাশি অভিযান ডুরু করে। তার জেরেই উঠে আসে একের পর এল চাঞ্চলতকর তথ্য। অস্ত্র তৈরির সরঞ্জাম সহ একাধিক প্রমাণও উঠে এসেছে। বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে দুটি দেশি রিভালভার ও কার্তুজ, কার্তুজের খোল, গান পাউডার, লোহা ও সীসার প্রচুর বল। কালাম শেখ কতদিন থেকে এই অস্ত্র তৈরির কারবারের সঙ্গে জটিত খতিয়ে দেখছে পুলিশ। এই কারবারে কামাল শেখের সঙ্গে আর কে বা কারা জড়িত সেদিকে নজর রেখেছে পুলিশ। ভরতপুরে তৈরি আগ্নায়াস্ত্র ও কার্তুজ কোথায় কোথায় পাচার করা হতো তা জানতে ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।