
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধাননগর এলাকায় প্রায় ৩৩৩ টি বেয়াইনি নির্মান চিহ্নিত করেছে পুরনিগম। কিন্তু ঐ সমস্ত বাড়ির মালিকরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পুরনিগমের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে। তাদের বক্তব্য পুরনিগম ভালো করে খতিয়ে না দেখেই বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে। সব্যসাচী দত্ত সহ অন্যান্য রাজনৈতিক ব্যাক্তিত্বরা নিজেদের স্বার্থ পুরনের জন্যই এই মামলা করেছিল বলে অভিযোগ করেন তারা।এদিন প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানমের নির্দেশ ৩৩৩ টি নির্মানের যাদের যাদের মনে হচ্ছে তাদের নির্মান বৈধ তারা বিধাননগর পুর কমিশনারের কাছে আবেদন জানাবে সমস্ত নথিপত্র দিয়ে। কমিশনার সমস্ত খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। বিধাননগর পুরনিগম এলাকায় বেয়াইনি নির্মান ভাঙার আর্জি জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন পুরনিগমের তৎকালীন মেয়ের সব্যসাচী দত্ত। সেই মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিধাননগর পুরসভাকে বেয়াইনি নির্মান চিহ্নিত করার নির্দেশ দেন। পুরসভা টিম গঠনকরে বেয়াইনি বাড়ি চিহ্নিত করেছিল।