
জয়া মিশ্র, পাটনাঃ নেপালে গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ১১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এহেন পরিস্থিতিতে বন্যা সতর্কতা জারি হয়েছে বিহারে।
প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত গোটা নেপাল। লাগাতার বর্ষণের জেরে বন্যায় ভেসে গিয়েছে গোটা দেশ। বন্যা ও ভূমিধসে নেপালের মধ্য ও পূর্বাঞ্চলীয় জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পড়শি দেশের এহেন অবস্থায় আতঙ্ক ছড়াচ্ছে ভারতেও। বিহারে জারি হয়েছে বন্যা সতর্কতা।
বিহারে উত্তরপ্রান্তে গণ্ডক, কোশী মতো নদীগুলোতে জলস্তর বাড়তে পারে নেপালের বন্যার জেরে। ফলে ভাসতে পারে নদী তীরবর্তী এলাকাগুলোও। সেই জন্য আগামী ৪৮ ঘণ্টা বিশেষ সতর্কতা জারি করেছে বিহার সরকার।