
সোমনাথ মুখোপাধ্যায়ঃ ডামাডোল বিহার রাজনীতিতে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ ফের কুমার পদ্ম শিবিরের সঙ্গে জোট করে আবার মুখ্যমন্ত্রী তিনি। বিরোধী ইন্ডিয়া জোটের কাণ্ডারীর ভোলবদল নিয়ে উঠেছে প্রশ্ন। পাটনা থেকে দিল্লি, এখন একটাই কথা, ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী না হতে পেরে গোঁসা নীতীশের!
সূত্রের খবর, আগামী ২৮ জানুয়ারি রবিবার ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতীশ কুমার। তাঁকে সমর্থন করবে বিহারের দ্বিতীয় বৃহত্তম দল বিজেপি। পদ্ম শিবিরের বিধায়ক সংখ্যা ৭৮। নীতীশের রয়েছে ৪৫ জন বিধায়ক। সহজেই ম্যজিক ফিগার ২২৩ ছুয়ে ফেলতে পারবে বিজেপি নীতীশ জোট। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার কথ রয়েছে বিজেপি বিধায়ক সুশীল মোদির ।