
সুমন্ত দাশগুপ্ত,ওঙ্কারঃ বিহারের রাজনীতিতে বড়সড় পরিবর্তন। জনতা দল ইউনাইটেডের নেতৃত্বে বড়সড় পরিবর্তন। সরিয়ে দেওয়া হল দলের সর্বভারতীয় সভাপতি রাজীব রঞ্জন সিং অর্থাৎ লালন সিংকে। দলের রাশ নিজের হাতে নিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দলের সর্বভারতীয় সভাপতি পদে ফের বসলেন নীতীশ। সূত্রের খবর, দলের মধ্যে পদের প্রভাব খাটিয়ে লালন সিং অতিরিক্ত লালুপ্রসাদ যাদব প্রীতি দেখাচ্ছিলেন। তাতে লোকসভার আগে আসনরফা বা আসন বিন্যাসের ক্ষেত্রে সমস্যা হতে পারে বলে দলের অন্দরে প্রশ্ন উঠছিল।