
নিজস্ব প্রতিনিধি, পাটনা: পরীক্ষার্থীদের উপর লাঠিচার্জের অভিযোগ বিহার পুলিশের বিরুদ্ধে। পরীক্ষর্থীদের উষ্কাকি দিয়েছেন “জন সুরাজ” পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর, দাবি বিহার পুলিশের। জানা গেছে, বিহারে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের বিক্ষোভে লাঠিচার্জ করে পুলিশ। পরীক্ষায় কারচুপি ও প্রশ্নফাঁসের অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে বিপিএসসি চাকরিপ্রার্থীরা। পুর্ণরায় পরীক্ষার দাবিতে সরব হয় তারা। অভিযোগ, রবিবার রাতে হাজার হাজার চাকরিপ্রার্থী পটনার গান্ধী ময়দানে জড়ো হন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনের দিকে মিছিল এগোতেই পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। চাকরিপ্রার্থীদের এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিহারের জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। পিকের বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের উস্কানি দেওয়ার অভিযোগে তোলে বিহার পুলিশ। এমনকি রাতেই পিকের বিরুদ্ধে মামলা রুজু করে নীতিশের পুলিশ।
বিহার পুলিশের দাবি, পটনার গান্ধী ময়দানে জমায়েত করতে চেয়ে শনিবারই পুলিশের অনুমতি চেয়ে ছিলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। কিন্তু পুলিশ মিছিলের অনুমতি দেয়নি। পিকে কে সেই সিদ্ধান্ত জানিয়েও দেওয়া হয়েছিল। পুলিশের নিষেধাজ্ঞা উড়িয়ে রবিবার গান্ধী ময়দানে কয়েক হাজার চাকরিপ্রার্থী জমায়েত করেন। যে কর্মসূচিকে সমর্থন করেন পিকেও।