
জয়া মিশ্র, পাটনাঃ বিহারে ফের রাজনৈতিক অস্থিরতা! দিনদুয়েক আগেই জনতা দল ইউনাইটেড সভাপতি লালন সিংকে দলের সর্বচ্চ পদ থেকে সরিয়ে মুখ্যামন্ত্রী নীতীশ কুমার দলের রাশ নিজের হাতে নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লালনের সঙ্গে লালুর দল আরজেডির বাড়তে থাকা সম্পর্কের জন্য তাঁকে সরিয়ে দিলেন নীতীশ কুমার।
এক ভাগ রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, ইডিয়া জোট নয়! ফের বিজেপির দিকে ঝুকেছে নীতীশ কুমার। আর সেই কারনেই গত ডিসেম্বরে অন্তত ছটি অনুষ্ঠানে নীতীশের সঙ্গে মঞ্চ ভাগ করেননি উপ মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। যা দুই শরিকদলের সম্পর্কের টানাটানির ইঙ্গিত করছে বলে সিংহ ভাগ রাজনৈতিক বিশ্লেষকদের মতামত।
সম্প্রতিক সময়ে নীতীশ কুমার প্রায়ই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রকাশ্যে তেজস্বী যাদবের সমালোচনা করেছেন। যদিও দুই দলের নেতারা কেউই এটা প্রকাশ্যে আনতে চাইছেন না। তবে ক্রমশ স্পষ্ট হচ্ছে বিহারে ফের রাজনৈতিক অস্থিরতা।