
নিজেস্ব প্রতিনিধিঃ বিলকিস বানো গণধর্ষণ মামলায় ১১ জন সাজাপ্রাপ্তর আগাম মুক্তি পাওয়ার সিদ্ধান্ত খারিজ করেছিল সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশ দিয়েছিল আগাম মুক্তি পাওয়া সকলকে ফেরত যেতে হবে জেলেই। কিন্তু বৃহস্পতিবার সাজাপ্রাপ্তদের মধ্যে ৩ জন এখনই জেলে যেতে না চেয়ে আবেদন করল সুপ্রিম কোর্টে।
ওই সাজাপ্রাপ্তদের ৩ জন সুপ্রিম কোর্টে আবেদন করে জানিয়েছে তাদের যেন জেলে ফেরত যাওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়া হয়। তাদের বক্তব্য, পরিবারের একমাত্র উপার্জনকারী তারাই। তাই তাদের যেন আরও ৪ থেকে ৬ সপ্তাহ সময় দেওয়া হয়।
প্রসঙ্গত, বিলকিস বানো গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাত সরকার। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিলকিস বানো শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেওয়ার পর ১১ জন আসামিকেই আগামী রবিবারের মধ্যে জেলে ফেরত যেতে হবে।