
স্পোর্টস ডেস্ক :বিশ্বকাপের মাঝে খারাপ খবর ভারতীয় ক্রিকেটে। প্রয়াত প্রাক্তন ভারত অধিনায়ক তথা বাঁ হাতি স্পিনার বিষেণ সিং বেদি।। ৭৭ বছরে মৃত্যু হল তাঁর। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্পিন বোলিংয়ে বিপ্লব এসেছিল তাঁর হাত ধরেই। দেশের সেরা বাঁ হাতি স্পিনার বলা হয় তাঁকে। বছর দুয়েক আগে গুরুতর অসুস্থ হয়েছিলেন ।১৯৪৬ সালের ২৫ ডিসেম্বর অমৃতসরে বেদি জন্মগ্রহণ করেছিলেন। তিনি দুর্দান্ত বাঁ-হাতি স্পিনার ছিলেন। ভারতের হয়ে তিনি ১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছেন। দেশের হয়ে তিনি ৬৭টি টেস্ট ম্যাচ এবং ১০টি একদিনের ম্যাচ খেলেছেন। এর পাশাপাশি ২২ টেস্ট ম্যাচে তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন।
১২ বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। ১৯৬৭ সালের ৫ জানুয়ারি তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু হয়। শেষ ম্যাচটি তিনি ১৯৭৯ সালের ৪ সেপ্টেম্বর খেলেছিলেন। বিষেন সিং বেদিকে আমরা একজন স্বনামধন্য স্পিনার হিসেবে চিনলেও, তিনি বাঁ-হাতে যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারতেন।