
সুমন গঙ্গোপাধ্যায়ঃ লোকসভা ভোটে ঢাকে কাঠি পরে গিয়েছে। সূত্রের খবর, মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে নির্বাচন। মোট ৮ দফায় নির্বাচন হওয়ার সম্ভাবনা। প্রায় প্রতিটি রাজনৈতিক দলই ঘর গুছতে শুরু করেছে। চলছে প্রার্থী বাছাই এর কাজ। স্বাভাবিক নিয়মে যে দল যতো আগে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারবে, ভোট ময়দানে এগিয়ে থাকবে তারাই ।
নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রস্তুত করেছে পদ্ম শিবির। কেন্দ্রের ক্ষমতা, পাশাপাশি একাধিক রাজ্যেও ক্ষমতাতে বিজেপি। বিজেপি সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ প্রকাশিত হবে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা। ২০০ আসনের জন্যে ১৫-১৬ টি আসনের প্রার্থী ঘোষনা করবে, যার বেশির ভাগটাই উত্তরবঙ্গের।
ইতিমধ্যেই রাজ্যে এসে বাংলা থেকে ৩৫ আসনের লক্ষ মাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। রাজ্য বিজেপির টার্গেট যতো বেশি সংখ্যক আসন নিজেদের দখলে রাখা, সেই জায়গায় দাঁড়িয়ে আগে প্রার্থী তালিকা প্রকাশ করার ফলে কিছু টা বাড়তি সুবিধা বিজেপি পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষ করা
১৪ তারিখের পর থেকে প্রার্থীদের প্রচারে নামার নির্দেশ দেওয়া হয়েছে। দীন দয়াল উপাধ্যায় মার্গ থেকে পশ্চিমবঙ্গের যে ১৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষনা করা হবে, তাদের সেই সেই আসন জেতার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা তৈরি থাকতে বলা হয়েছে।