
নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচন ক্ষমতায় এসে গিয়েছি,বঙ্গ বিজেপির তরফে এমন রিপোর্ট যাওয়ার পর যা ফল হয়,তাতে লোকসভার আগে লক্ষমাত্রা বেঁধে দিয়েই আর বসে থাকতে চায় না কেন্দ্রীয় নেতৃত্ব। তাই ইতিমধ্যে রাজ্য সফরে এসে সংগঠন বুঝে নিতে চাইছেন তারা। সোমবার অমিত শাহ আসছেন। এই সফরে গুরুদুয়ারা ও কালিঘাট মন্দিরে যাওয়া ছাড়া মুলত সাংগঠনিক বিষয়েই কাজ রয়েছে তাঁর। সুত্রের খবর, বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে লোকসভা আসন ধরে ধরে যেমন আলোচনা করবেন তিনি,পাশাপাশি জেলা নেতৃত্বের সঙ্গেও জাতীয় গ্রন্থাগারে বৈঠক করবেন তিনি। সেখান থেকে সাংগঠনিক জেলার আসল চিত্র বুঝে নেওয়া চেষ্টা এই দুঁদে রাজনীতিবিদ করবেন। তবে প্রশ্ন বিজেপির অন্দরে যে গ্রুপ রয়েছে বিশেষ করে রাজ্যস্তরে প্রধান নেতাদের মধ্যে, তার সংবদ্ধ ছবি কী তুললে পারবেন লোকসভা নির্বাচনের আগে? সেটাই বড় প্রশ্ন।