
অরূপ পোদ্দার, শিলিগুড়ি : আরজি করের ঘটনার প্রতিবাদে শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় বিজেপির তরফে পথ অবরোধ করা হল ! শুক্রবার রাজ্য জুড়ে আরজি করের ঘটনার প্রতিবাদে চাক্কা জ্যামের ডাক দেয় বিজেপি।শিলিগুড়িতেও বিভিন্ন রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন ভেনাস মোড়, তিনবাত্তি মোড়, এয়ারভিউ মোড়, দার্জিলিং মোড় সহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। শুক্রবার দুপুরে শিলিগুড়ির সফদর হাশমি চকে চাক্কা জ্যাম করে বিক্ষোভ দেখায় বিজেপি। এদিন প্রায় ঘন্টাখানেক চলে তাদের এই বিক্ষোভ। এদিন সফদর হাশমি চকে এই বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য কার্যকর্তারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে রাস্তা অবরোধ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। অবিলম্বে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানান শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বিজেপির শুক্রবার এর চাক্কা যান অভিযানকে ঘিরে শিলিগুড়িতে পুলিশের প্রস্তুতি ছিল চোখে পড়বার মতো। যদিও শেষ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই চাক্কা জাম কর্মসূচি শেষ হয়।