
ওয়েব ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকীতে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুলু গান্ধীর একটি পোস্টকে ঘিরে দিনভর চলেছে তুমুল বিতর্ক। বৃহস্পতিবার রাহুল সোশ্যাল মি়ডিয়ায় যে পোস্টটি করেছেন তাতে নেতাজির জন্মতারিখ এবং মৃত্যুর তারিখ উল্লেখ করেছেন। মৃত্যুদিন ও মৃত্যুসাল হিসেবে উল্লেখ করেছেন ১৮ অগাস্ট ১৯৪৫।
এরপর রাজনৈতিক দলগুলি রাহুলের বিরোধিতায় সরব। প্রতিবাদী রাজনৈতিক দলগুলির তালিকায় রয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং ফরোয়ার্ড ব্লক। নেতাজির মৃত্যুদিন হিসেবে রাহুল ১৯৪৫ সালের ১৮ অগাস্ট দিনটি উল্লেখ করায় ফরোয়ার্ড ব্লকের তরফে রাহুলকে ‘অর্বাচীন’ বলা হয়েছে।
বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, ‘রাহুল গান্ধী এদিন যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন উল্লেখ করেছেন তা দুঃখজনক। নেতাজির অন্তর্ধান রহস্যের নিষ্পত্তির জন্যে এপর্যন্ত যে কমিশনগুলি গঠিত হয়েছে, প্রতিটি ক্ষেত্রে ওই কমিশনগুলি রায় দিয়েছে ১৯৪৫ সালের ১৮ অগাস্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন নয়। এরপরও রাহুল যেভাবে ওইদিনটি নেতাজির মৃত্যুদিন হিসেবে দাবি করলেন তা মানতে পারছি না’।
অন্যদিকে, এপ্রসঙ্গে ফরোয়ার্ড ব্লকের চেয়ারম্যান নরেন চট্টোপাধ্যায় রাহুলকে তাঁর মন্তব্যের জন্যে ‘অর্বাচীন’ আখ্যা দেওয়ার পাশাপাশি এও বলেন, ‘রাহুল দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। রাহুল নেতাজির মৃত্যুদিন সম্পর্কে কোনও প্রমাণই দেখাতে পারবেন না’।
এদিকে এদিন রাহুল গান্ধীর ওই পোস্ট ঘিরে বিতর্কের আবহে প্রদেশ কংগ্রেস বিষয়টি এড়িয়ে গিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘রাহুলের ওই পোস্ট তিনি দেখে উঠতে পারেননি’। উল্লেখ্য, ২০১৯ সালেও নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন নিয়ে মন্তব্য করায় একইভাবে তুমুল বিতর্ক তৈরি হয় রাহুলকে নিয়ে।