
নিজেস্ব প্রতিনিধিঃ কর্নাটকে দলে ভাঙনের আশঙ্কায় বিজেপি। গেরুয়া শিবিরের আশঙ্কার যথেষ্ট কারণও আছে। আসলে ইদানিং কর্নাটক বিজেপির বেশ কিছু প্রভাবশালী নেতা সরাসরি যোগাযোগ রাখছে রাজ্যের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে। এর মধ্যে রয়েছেন তিন প্রাক্তন মন্ত্রীও। এস টি সোমশেখর, শিবরাম হেব্বার এবং এইচ বিশ্বনাথ।
বুধবার রাতে তাঁরা নাকি কংগ্রেসের বিধায়ক দলের বৈঠকে এবং বৈঠক শেষের নৈশভোজে যোগ দিয়েছেন। যদিও কংগ্রেস নেতা ডি কে শিবকুমার জানিয়েছেন, ওই তিন বিজেপি নেতা শুধু নৈশভোজে যোগ দিয়েছেন। দলের বৈঠকে যোগ দেননি। তবে কংগ্রেসের বৈঠক স্থলে যে তাঁরা ছিলেন সেটা মেনে নিয়েছেন শিবকুমার।