
ওঙ্কার বাংলা ডেস্ক: বন দফতরের এক উচ্চপদস্থ কর্তাকে সপাটে চড় মারার অভিযোগে রাজস্থানের এক বিজেপি নেতাকে তিন বছরের জেলের সাজা দিল আদালত। শুধু বিজেপি নেতা নয়, তাঁর এক ঘনিষ্ঠকেও একই সাজা দিয়েছে আদালত। কারাদণ্ডের পাশাপাশি দুজনকেই ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
জানা গিয়েছে, রাজস্থানের বিজেপি নেতা ভবানী সিংহ রাজাওয়াতের বিরুদ্ধে ২০২২ সালে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তিনি প্রাক্তন বিধায়কও। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রাজস্থানের বন দফতরের ডেপুটি কনজারভেটর রবিকুমার মীনা। অভিযোগ, রাজাওয়াত তাঁর সরকারি দফতরে দলবল নিয়ে ঢুকে চড়াও হন। একটি রাস্তার সংস্কারের কাজ আটকে রাখার অভিযোগে আচমকা তাঁকে থাপ্পড় মারেন। পরে বিষয়টি জানিয়ে পুলিশে অভিযোগ করেন রবিকুমার মীনা। ২০২২ সালের সেই অভিযোগের ভিত্তিতে রাজাওয়াত এবং তাঁর সঙ্গী মহাবীর সুমনকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও ১০ দিন পর তাঁরা জামিন পেয়ে যান। দু বছর ধরে সেই মামলার শুনানি চলার পরে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বিচারক।