
নিজেস্ব প্রতিনিধি, পুনেঃ মহারাষ্ট্রের পুনেতে একটি সাসুন জেনারেল হাসপাতালের অনুষ্ঠানে এক পুলিশকর্মীকে থাপ্পড় মেরে বিপাকে বিজেপির বিধায়ক। বিধায়কের নাম সুনীল কাম্বলি। পুলিশ কনস্টেবল শিবাজি সরগ এই বিষয়ে থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। যার ভিত্তিতে বিজেপি বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ইতিমধ্য়েই সোশ্য়াল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেই থাপ্পড় মারার ভিডিও। ঘটনার সময় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সেখানে উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, ওই বিধায়ক যদিও চড় মারার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই পুলিশকর্মী তার উপর পড়ে গিয়েছিলেন। তাই নিজেকে সামলাতে তিনি তাকে সরিয়ে দেন। প্রসঙ্গত এর আগে পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক মহিলা কর্মীকে সুনীল কাম্বলি হেনস্থা করেছিলেন বলে অভিযোগ ওঠেছিল।