
নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানে মোদী কা গ্যারান্টি’র উলোটপুরান! বিজেপি বিধানসভা নির্বাচনে জয়ী হলে কংগ্রেস নেতৃত্বাধীন রাজস্থান রাজ্য সরকারের সফল কল্যাণমূলক প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যাওয়া অব্যাহত থাকবে, এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু বাস্তবে তা ঠিক উল্ট বলে অভিযোগ উঠেছে। ক্ষমতায় আসার মাত্র এক মাস পরে, মঙ্গলবার শান্তি ও অহিংস প্রকল্পের ৫০ হাজার মহাত্মা গান্ধী সেবা প্রেরকদের নিয়োগ বাতিল করেছে। মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা রাজীব গান্ধী যুব মিত্র ইন্টার্নশিপ স্কিম বন্ধ করে দিয়েছেন চলতি সপ্তাহের প্রথমে।