
ওঙ্কার ডেস্ক:লোকসভায় বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে পারে বিজেপি, এমনটাই জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। অন্য দিকে, কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে অভিযোগ তুলেছেন, তাঁকে সংসদের অন্দরে ধাক্কা মেরেছেন বিজেপি সাংসদেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকর-মন্তব্য ঘিরে সংসদের অন্দরে সরকার এবং বিরোধীদের সংঘাত বৃহস্পতিবার পরিণত হয় সংঘর্ষে। দু’পক্ষের ধস্তাধস্তির সময় পড়ে গিয়ে বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীকে আহত হয়েছেন বলে অভিযোগ। ওড়িশার বালেশ্বরের সাংসদ ষড়ঙ্গী অভিযোগ করেন, তাঁকে ধাক্কা মেরেছেন রাহুল স্বয়ং। কিরেন রিজিজু আরো দাবি করেন, ‘‘প্রতাপচন্দ্র ছাড়াও আমাদের সংসদ মুকেশ রাজপুত আহত হয়েছেন। অন্যদিকে, খাড়গে বলেন, ‘‘আমাকে সংসদের মকর দ্বারের কাছে বিজেপি সাংসদেরা ধাক্কা দিয়েছেন।’’ তিনি জানান, লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন তিনি। কিন্তু সংসদের অন্দরে রাহুলের ধাক্কায় আহত হওয়ায় রাহুলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে হলে স্পিকারের অনুমতি নিয়ে তা করতে হবে।
মঙ্গলবার রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় ‘‘এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর…এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।’’ পড়ে তিনি আরও সংযোজন করে বলেন, ‘‘জওহরলাল নেহরুর সঙ্গে অম্বেডকরের অনেক মতপার্থক্য ছিল। সেই কারণেই নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।’’ যার পরেই বিরোধীরা ওয়াক অফ করলে স্থগিত হয়ে যায় রাজ্যসভা ও লোকসভার অধিবেশন। বুধবার থেকেই শাহের বিরুদ্ধে অম্বেডকর-অবমাননার অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস-সহ বিরোধীরা।এই কটুক্তির জন্য অমিত শাহ যেন ক্ষমা চান সেই দাবি নিয়ে বুধবার সকালে সংসদের বাইরে আম্বেদকরের ছবি নিয়ে বিক্ষোভ দেখান বিরোধীরা, “জয় ভীম” স্লোগান ও দেন তারা। অন্যদিকে অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস জারি করে তৃণমূল এবং তারপরই এই নোটিশ জারি করার পথে হেঁটেছেন কংগ্রেস সহ অন্য বিরোধীরা।