
স্পোর্টস ডেস্ক : জাতীয় গেমসে বাংলার পদকজয়ীদের সংবর্ধনা দিতে গিয়ে মুখ পুড়ল বেঙ্গল অলিম্পিক সংস্থার (বিওএ) কর্তাদের। তাঁরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সংবর্ধনার নামে যে ‘সার্কাস’ দেখিয়েছেন, তা নিয়ে বাংলা ক্রীড়ামহলে ধিক্কার উঠছে সর্বত্র। শুধু তাই নয়, বিওর-অন্দরেও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে নিয়েও বিতর্ক উঠেছে। তিনি ক্ষমতাবলে সংস্থার পদে বসে বাকি কর্তাদের বিরাগভাজন হয়েছেন।
পাশাপাশি এই সংর্বধনা অনুষ্ঠানের টাটকা ঝলক দেখাতে গিয়ে তিনি বড় লজ্জা উপহার দিয়েছেন ক্রীড়ামহলকে। এই অনুষ্ঠানের ঝলক বিওএ-র ফেসবুক পেজে সম্প্রচার না করে স্বরূপ নিজের ব্যক্তিগত পেজ থেকে দেখিয়েছেন। এভাবে সংস্থার উপরে উঠে কেউ এমন করতে পারেন কিনা, সেই নিয়ে কর্তারাই প্রশ্ন তুলেছেন।
এমনিতেই জাতীয় গেমসে পদকজয়ীদের চূড়ান্ত অবহেলা করা হয়েছে অনুষ্ঠানে। তাঁদের নিয়েই কর্মসূচী, আর তাঁরাই ব্রাত্য রয়ে গিয়েছেন। খাবারের কুপন দেওয়া হয়েছে সকাল ১০টায়, আর প্যাকেট পেয়েছেন বিকাল পাঁচটায়। বহিরাগতদের এনে ক্রীড়ামন্ত্রীর ভাই নিজের ‘ক্ষমতার স্বরূপ’ দেখিয়েছেন। অনুষ্ঠানের বিওর-র কাজের সমালোচনা ক্রীড়ামন্ত্রী করলেও সেটি যে লোকদেখানো, তাও অনেকেই বলেছেন। তিনি জানেন তাঁর ভাইয়ের নানা অনৈতিক কার্যকলাপ, তারপরেও তিনি দেখেও না দেখার ভান করেন ! নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা এও জানিয়েছেন, সবটাই মুদ্রার এপিঠ আর ওপিঠ। এই গ্রুপবাজি করতে গিয়ে বাংলার খেলাধুলোর সর্বনাশ ঘটাচ্ছে এই রাজ্য সরকার।