
স্পোর্টস ডেস্ক :প্রয়াত কিংবদন্তি ফুটবলার স্যর ববি চার্লটন। স্মৃতিভ্রংশজনিত সমস্যায় ভুগছিলেন তিনি বহুদিন ধরে। ২০২০ সালে এই রোগে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি সুস্থ হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আর পারলেন না। থেমে গেল দৌড়। ৮৬ বছর বয়সে চলে গেলেন ১৯৬৬ সালে ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকা। তাঁর প্রয়াণে শোকের ছায়া ইংল্যান্ড সহ বিশ্ব ফুটবলে।তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছে তাঁর ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ক্লাবের অন্যতম সেরা ও জনপ্রিয় প্লেয়ার স্যর ববি চার্লটনের প্রয়াণে ম্য়ানচেস্টার ইউনাইটেড গভীরভাবে ব্যথিত। স্যর ববি অনেকের হিরো ছিলেন। শুধু ম্যানচেস্টার বা ব্রিটেন নয়, বিশ্বের যেখানেই ফুটবল খেলা হয় সেখানেই তিনি হিরো।’
ম্যানচেস্টার ইউনাইটেডের ইয়ুথ দল থেকে তাঁর উত্থান। সেখান থেকে তিনি সিনিয়র দলে জায়গা পান। ক্লাবের সর্বকালের সেরাদের তালিকায় রয়েছেন তিনি। ২০ বছর বয়সে তিনি প্রাণঘাতী দুর্ঘটনা থেকে বাঁচেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি ৭৫৮টা ম্যাচ খেলেছেন। করেছেন ২৪৯টা গোল এবং তিনি তিনটে লিগ কাপ ও একটা FA কাপ জিতেছেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপ জিতেছেন। ফাইনালে বেনফিকার বিরুদ্ধে দুটো গোলও করেন।