
নিজস্ব প্রতিনিধি :জিৎ চক্রবর্তীর পরিচালনায় ক্লিক মিউজিকের নতুন ভিডিও ‘বোকা ঘুড়ি’।অন্বেষা ও প্রাজ্ঞ দত্তর কন্ঠে এদিন ক্লিকে মুক্তি পেল এক প্রেমের গল্পের গান ‘বোকা ঘুড়ি’। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা এবং মুম্বাইয়ের সাহিল ফুল।’বোকা ঘুড়ি’ নামের আইডিয়া কিভাবে আসলো বললেন সঙ্গীতটির রচয়িতা ও গীতিকার প্রাজ্ঞ দত্ত বললেন,এ গানের শুরু হয় ঘটনাবহুল কিছু মুহূর্তের সমাপতনে, যেখানে আমরা ঐতিহ্যপূর্ণ বান্দিসগীতিকে মূল গানের প্রারম্ভেই এক অদ্ভুত সমন্বয়ে মিশে যেতে শুনি। পরবর্তীকালে, গান টি মূল বাংলাগীতির ধারা বয়ে নিয়ে গিয়ে শাস্ত্রীয় সুফিসঙ্গীতের সমন্বয়ে সমাপ্ত হয়ে প্রেম ও ত্যাগের/সমর্পণের এক অনন্য উদাহরণ সৃষ্টি করে।’ইলেক্ট্রনিক লাউঞ্জের সঙ্গে শাস্ত্রীয় ও পপসঙ্গীত উভয়ের প্রভাবই এই গানের সমগ্র বিন্যাসে সম্মিলিত হয়েছে।
অনিশ্চিত সময়েও শারীরিক সম্পর্কের উর্দ্ধে গিয়ে আন্তরিক ভালবাসাকেই আলিঙ্গন করে নিজের কাছের মানুষটার চিরন্তন অপেক্ষায় লিপ্ত থাকাই এই উপস্থাপনার মূল আলোচ্য বিষয়।’পরিচালনায় জিৎ চক্রবর্তী,* যিনি এর আগে শেষের গল্প (Klikk OTT App ও দেখা যাবে) ও কথামৃত ছায়াছবি গুলো পরিচালনা করেছেন । এই বোকা ঘুড়ি যে সাফল্যর মুখ দেখবে সেটা বলাই যায়।