
নিজস্ব প্রতিনিধি: ছবির নাম ঘোষণার দিন থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে দেব রুক্মিণীর ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’। সত্যান্বেষীর ভূমিকায় দেবের অভিনয় দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। আগ্রহ রয়েছে দেব – রুক্মিণীর রসায়ন নিয়েও। উত্তমকুমার,আবির,অনির্বাণের পর এই জনপ্রিয় গোয়েন্দার চরিত্রে কেমন অভিনয় করেন দেব,তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। পোস্টার প্রকাশ্যে আসার পর ছবিটি নিয়ে আগ্রহ আরো বেড়েছিল । এবার প্রকাশ্যে এলো ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ ছবির টিজার ।কলকাতার একটি হোটেলে হয়ে গেল ছবিটির ট্রিজার লঞ্চ। যা নিয়ে ভক্তদের মধ্যে চূড়ান্ত উন্মাদনা তৈরি হয়েছে। এখন ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছেন সাধারণ মানুষ।আগামী ১১ অগাস্ট মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।।বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবিতে দেব ,রুক্মিণী ছাড়াও রয়েছেন অম্বরিশ চট্টোপাধ্যায়, রজতাভ দত্তর ।