
স্পোর্টস ডেস্ক : (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ব্রায়ান লারাকে বিদায় জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, আইপিএল ২০২২-এর আগে লারা ব্যাটিং কোচ এবং কৌশলগত উপদেষ্টা হিসাবে এসআরএইচে যোগ দিয়েছিলেন। এরপর তিনি আইপিএল ২০২৩-এর আগে প্রধান কোচ হিসাবে টম মুডির স্থলাভিষিক্ত হন।
সানরাইজার্স হায়দ্রাবাদ গত দুই সংস্করণে ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেনি। ২০২২ সালের মরসুমে এসআরএইচ ১৪টি ম্যাচ খেলেছিল এবং তার মধ্যে মাত্র ৬টি ম্যাচে জয় পেতে সক্ষম হয়েছিল। সেই মরসুমে তারা পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে শেষ করেছিল। এর পরের মরসুমে অর্থাৎ আইপিএল ২০২৩-এ প্রধান কোচ লারার তত্ত্বাবধানে তারা ১৪টি ম্যাচ খেলে মাত্র ৪টি ম্যাচে জয় পেয়েছিল। এই মরসুমের পয়েন্ট তালিকায় সবার নীচে শেষ করেছিল এসআরএইচ।সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ব্রায়ান লারার প্রস্থানের খবর ঘোষণা করেছে এবং লিখেছে, “যেহেতু ব্রায়ান লারার সাথে আমাদের ২ বছরের সম্পর্ক শেষ হয়ে গেছে, সেহেতু আমরা তাকে বিদায় জানাচ্ছি। সানরাইজার্সে আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনার ভবিষ্যত প্রচেষ্টার জন্য আপনাকে শুভকামনা জানাই।”