
স্পোর্টস ডেস্ক : চলে গেলেন মারিয়ো জাগালো। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ব্রাজিলের কিংবদন্তি। শনিবার সকালে তাঁর মৃত্যুসংবাদ আসে। জাগালোর ইনস্টাগ্রাম পোস্টে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। পোস্টে লেখা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বিশ্বকাপজয়ী মারিয়ো জাগালো প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে আমরা শোকাহত। তাঁর সঙ্গে কাটানো সময়টা আমরা উপভোগ করেছি।” জাগালোর প্রয়াণে একটা অধ্যায়ের অবসান ঘটল। পেলের মৃত্যুর পর ১৯৫৮ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের শেষ জীবিত সদস্য ছিলেন তিনি। মাত্র ৩৮ বছর বয়সে কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। দ্বিতীয় কনিষ্ঠতম কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন জাগালো। ফুটবলার এবং কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ জয়ের রেকর্ড তাঁর। ফুটবলার জীবনে দু”বার বিশ্বকাপ জেতেন। ১৯৫৮ এবং ১৯৬২ সালে ফুটবলার হিসেবে ব্রাজিলকে বিশ্বকাপ দেন জাগালো। ১৯৬৫ সালে ফুটবল ছাড়েন।