
ওঙ্কার ডেস্ক: বৃষ্টির জন্য ব্রিসবেনে প্রথম দিনের খেলা ভেস্তে গেলেও দ্বিতীয় দিনে ভারতকে চাপেই রাখল অস্ট্রেলিয়া। স্মিথ-হেডের জোড়া শতরানে ভর করে ৪০৫ রানের বিশাল রানের পাহাড় তৈরি করেছে অস্ট্রেলিয়া। যদিও এদিন প্রথম ইনিংসে দুই ওপেনার উসমান খোয়াজা (২১) এবং নাথান ম্যাকসুইনিকে (৯) দ্রুত আউট করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিলেন যশপ্রীত বুমরা, কিন্তু তারপর আর চাপ তৈরি করতে পারেনি কোন ভারতীয় বোলার। পরে বূমরা আবার তিনটি উইকেট নিলেও দিনের শেষে ৪০৫ রানে ৭ উইকেটে ডিক্লিয়ার করে অস্ট্রেলিয়া। রবিবার ব্রিসবেনে প্রথম ইনিংসে ৭৫ রানে ৩ উইকেট পড়ে কিছুটা চাপে পড় গেছিল অস্ট্রেলিয়া। কিন্তু তারপরই ইনিংসের দায়িত্ব হাতে তূলে নেয় স্মিথ ও হেড। চতুর্থ ইনিংসে স্মিথ (১০১) এবং হেড (১৫২) ২৪১ রানের পার্টনারশিপ করে চাপে ফেলে দেয়, তাদের সামনে রীতিমতো নাকানি-চোবানি খেতে দেখা যায় ভারতের আকাশদীপ, সিরাজ, নীতিশ রেড্ডিদের। এছাড়াও এই ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে খেলানো হয়েছিল জাদেজাকে কিন্তু তিনিও বোল হাতে আজ হয়েছেন ব্যর্থ।
অস্ট্রেলিয়ার পিচে প্রথম টেস্ট ম্যাচ থেকেই থিতু হতে পারছে না ভারতীয় ব্যাটসম্যান ও বোলাররা একমাত্র বুমরাই একা হাতে টেনে নিয়ে যাচ্ছে দলকে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ক্রমাগত খারাপ পারফরম্যানসের জেরে প্রশ্ন উঠছে দল নির্বাচন ও বোলিং কোচ মর্নি মর্কেলের ভূমিকা নিয়ে, কারণ দল থেকে বুমরা বাদ পড়ে গেলে কোনোভাবে এই বোলিং লাইনআপ কার্যত মূখ থুবড়ে পড়বে যে কোনো দলের কাছে। বাদ যাননি দলের কোচ গৌতম গম্ভীরও, প্রথমে দেশের মাটিতে নিউ জিল্যান্ডের কাছে হার এবার প্রায় হাত ছাড়া হতে বসেছে বর্ডার-গাওস্কর ট্রফিও।
শেষ দুই ম্যাচে ভারতের ব্যাটিং পারফরম্যানস তেমন চোখে পড়ার মতো ছিল না, কেবলমাত্র প্রথম ম্যাচে বিরাট কোহলি ও যশস্বী জয়সয়ালের সেঞ্চুরি ছাড়া। তাই চারশো রানের পাহাড় ডিঙিয়ে ভারত আদৌ ম্যাচ জিততে পারবে নাকি সেই নিয়ে উঠছে প্রশ্ন।