
ওঙ্কার ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ হয়েছিল। আর সেই আলাপ ক্রমশ গড়ায় ‘বন্ধুত্বে’। সেই ‘বন্ধু’র ডাকে ভারতে এসে নৃশংস অত্যাচারের শিকার হলেন ব্রিটিশ তরুণী। অভিযোগ, সামাজিক মাধ্যমে আলাপ হওয়া ওই ‘বন্ধুই’ তাঁকে ধর্ষণ করেছে হোটেলে। ঘটনাটি ঘটেছে রাজধানী শহর দিল্লিতে। ইতিমধ্যেই তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সর্ব ভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ হওয়ার পর অভিযুক্ত যুবকের টানে দিল্লিতে আসেন ওই তরুণী। হোটেলে দেখা করতেই তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটায় ওই যুবক। বৃহস্পতিবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, দিল্লির মহিপালপুরের এক হোটেলে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। তবে অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি ওই তরুণীর শ্লীলতাহানি করার অভিযোগে অভিযুক্ত যুবকের এক বন্ধুকেও আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, গত সপ্তাহেই ভারতে ঘুরতে এসে গণধর্ষণের শিকার হন এক ইজরায়েলি পর্যটক। ধর্ষণ করা হয়েছিল এক হোমস্টের মালকিনকেও। অভিযুক্ত যুবকদের হামলায় প্রাণ হারায় নির্যাতিতা ইজরায়েলি তরুণীর এক সঙ্গী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ভারতে লালসার শিকার হলেন বিদেশি তরুণী।