
আল সাদি: ঢাকা,বাংলাদেশঃ ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বিজিবি সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের মরদেহ বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল বুধবার দুপুরে যশোরের শার্শার শিকারপুর সীমান্তে বিজিবি’র ৪৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিলের কাছে নিহত বিজিবি সদস্য মোহাম্মদ রইশুদ্দীনের মরদেহটি হস্তান্তর করে বিএসএফ।
এদিকে নিহত বিজিবি সদস্য রইশুদ্দিনের লাশের ময়না তদন্তের জন্যে মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে আনা হয়ে হয়েছে। ময়নাতদন্ত শেষে ৪৯ বিজিবি যশোর সদর দপ্তরে জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সুত্রে জানা যায়
প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি সোমবার ভোরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে গরু চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে বিএসএফের গুলিতে বিজিবি’র ওই সিপাহী নিহত হয় এ ঘটনায় পতাকা বৈঠকের পর বিজিবি ও কূটনৈতিক ভাবে কড়া প্রতিবাদ জানায়।