
প্রশান্ত কুমার দাস, ওঙ্কার বাংলা: সীমান্তে উত্তেজনার আবহে বুধবার ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি’র মধ্যে বৈঠক অনুষ্ঠিত হল । ওই বৈঠকে সীমান্তে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা হয়।
বিএসএফ সূত্রের খবর, মালদার মহদীপুর সীমান্তের ওপারে বাংলাদেশের সোনা মসজিদ এলাকায় দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হয়। বৈঠকে অংশ নেন বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি অরুন কুমার গৌতম ও বর্ডার গার্ড বাংলাদেশের রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবলে। এছাড়াও বৈঠকে ছিলেন বিএসএফ ও বিজিবির একাধিক আধিকারিক। সীমান্ত উত্তেজনা কমানো নিয়ে ওই বৈঠক আলোচনা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, গত সপ্তাহে সীমান্তে প্রথম কাঁটাতার লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। শুধু তাই নয়, ফসল কাটাকে কেন্দ্র করেও বাংলাদেশিদের সঙ্গে ভারতীয় সীমান্ত এলাকার নাগরিকদেরও সীমান্তে সংঘর্ষ বাঁধে। সেই আবহে বিএসএফ এবং বিজিবি’র মধ্যে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।