
নিজস্ব প্রতিনিধিঃ ভাইপোই হবেন দলের প্রধান। পিসি নিজে ভাইপোর হাতে দায়িত্ব তুলে দিতে চান। হাঁ ঠিকই শুনছেন, বিএসপি সুপ্রিমো মায়াবতীর উত্তরসূরি হতে চলেছেন তাঁরই ভাইপো আকাশ আনন্দ। দলের জাতীয় পদাধিকারীদের বৈঠকে সেই ইঙ্গিতই দিয়েছেন মায়াবতী।
দলীয় বৈঠকে বিএসপি সুপ্রিমো ঘোষণা করে করেন, এবার থেকে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড ছাড়া তাঁর দলের সব রাজ্যের কাজকর্ম দেখবেন ভাইপো আকাশ আনন্দ। এমনিতে বিএসপি জাতীয় দল।
তবে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের বাইরে প্রভাব সীমিত। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাবের মতো কিছু রাজ্যে বিএসপির প্রভাব আছে। আপাতত ওই রাজ্যগুলিতেই সংগঠন বাড়ানোর দায়িত্ব পড়ছে আকাশ আনন্দের উপর।