
ওঙ্কার ডেস্ক: শুরুতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে ছিলেন এবার বাজেটে গুরুত্ব দেওয়া হচ্ছে মধ্যবিত্তদের। বাজেটে পেশের পর সেটাই দেখা গেল, বড়সড় স্বস্তি পেল মধ্যবিত্তরা। শনিবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দিলেন, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর।
সংসদে বাজেট পেশের সময় নির্মলা সীতারমন বলেন, ‘সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হব না, সেই সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশান বাবদ ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা ছাড় থাকছে। মোটের উপর কর ছাড়ের স্বস্তি থাকছে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত। একই সঙ্গে এদিন বাজেটে কর কাঠামোর পরবর্তী স্ল্যাবগুলোর ক্ষেত্রে করের হার কত হবে তাও জানিয়ে দেন। যেমন ১২ লক্ষের অধিক যাঁর বার্ষিক আয় সেক্ষেত্রে তাঁকে কর দিতে হবে নিম্নলিখিত হারে। অতিরিক্ত চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত আয়ে ৫ শতাংশ আয়কর দিতে হবে। আট থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে দিতে হবে ১০ শতাংশ আয়কর। ১৬ থেকে ২০ লক্ষ টাকা আয় পর্যন্ত দিতে হবে ২০ শতাংশ আয়কর। ২০ থেকে ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে ২৫ শতাংশ আয়কর। আর ২৪ লক্ষ টাকার উপরে আয়ের ক্ষেত্রে দিতে হবে ৩০ শতাংশ আয়কর। তবে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে বিভিন্ন ভাবে করে ছাড় দেবে সরকার।
উল্লেখ্য, এতোদিন পর্যন্ত বছরে তিন লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হচ্ছিল না। বার্ষিক আয়ের পরিমাণ তিন থেকে সাত লক্ষ টাকা হলে কর ধার্য হত পাঁচ শতাংশ।