
ওয়েব ডেস্ক: কেন্দ্রের বাজেট সোনার হরিণ। শুক্রবার সংসদে বাজেট কে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বাজেট নিয়ে এদিন সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, “বিহারে বিজেপির ১২ জন সাংসদ, বাংলাতেও ১২ জন।
তবু বাজেটে বিহার পেল, বাংলা পেল না। তাঁর আর অভিযোগ, বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। তাই বাজেটে বাংলাকে বঞ্চিত করা হল। সাংসদের দাবি, সামনে বিহারে বিধানসভার ভোট। ফলে কেন্দ্রের এবারের বাজেট দেশের মানুষের কথা ভেবে নয়, এটা মোদী সরকারের ভোটের বাজেট। দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নামে কেন্দ্রের ‘হাফ ফেডারেলিজম’ চলছে বলেও অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।কেন্দ্রের বাজেট কৃষক বিরোধী বাজেট বলে সংসদে দাঁড়িয়ে অভিযোগ করেন ডায়মন্ড হারবারের সাংসদ। তিনি বলেন, কিষাণ ক্রেডিট কার্ড চালু করে কৃষকদের সাহায্যের পরিবর্তে ঋণে ডোবাতে চাইছে মোদী সরকার। ভোটের আগে ন্যূনতম সহায়কমূল্যের প্রতিশ্রুতি দিয়েছিল। তাও পূরণ হয়নি। দেশে কর্ম সংস্থানের কোনও ব্যবস্থা হয়নি। দিনে দিনে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। এদের প্রতিটি ঘোষণা হাফ ডেলিভারির মতো। অভিষেকের কথায়, “বাংলার উন্নয়নকে রুখে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেজন্য কেন্দ্রের বাজেটে বাংলার জন্য উল্লেখযোগ্য একটিও আর্থিক প্যাকেজ নেই। উল্টে বিভিন্ন প্রকল্পে বাংলার ১.৭ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে।”