
ওঙ্কার ডেস্ক: সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেট পেশের শুরুতেই মধ্যবিত্তদেরকে গুরুত্ব দেওয়ার বার্তা দিয়েছেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে জানালেন ভোজ্য তেল এবং ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করা হবে।
এদিন নির্মলা বলেন, ‘বাজেটে মধ্যবিত্তদের গুরুত্ব দেওয়া হবে। কৃষক, নারী, ক্ষুদ্রশিল্পে গুরুত্ব দেওয়া হবে। ৭০ শতাংশ মহিলা যাতে আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন, সে দিকে নজর দেওয়া হবে। আমাদের কাছে আগামী পাঁচ বছর উন্নয়নের সুযোগ রয়েছে।’
অর্থমন্ত্রী আরও বলেন, ভোজ্য তেল এবং ডালজাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করা হবে। বিহারে মাখনা বোর্ড তৈরি করা হবে বলেও জানালেন তিনি। তিনি আরও বলেন, ১.৭ কোটি কৃষককে সাহায্য করা হবে ধনধান্য যোজনার আওতায়। এদিন অর্থমন্ত্রী আরও বলেন চামড়াজাত দ্রব্য তৈরিতে সহায়তা করা হবে। খেলার সামগ্রী তৈরির ক্ষেত্রেও দেশকে গুরুত্বপূর্ণ হাব করে তোলার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
পাশাপাশি কিসান ক্রেডিট কার্ডে ঋণ নেওয়ার পরিমাণ বৃদ্ধি করা হবে বলে জানান নির্মলা সীতারমন। তিন লক্ষ থেকে বৃদ্ধি করে তা পাঁচ লক্ষ করা হবে বলে জানান তিনি। দেশের মৎস্যজীবীদের জন্যও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করার ঘোষণা করেন তিনি।