
ওঙ্কার অনলাইন ডেস্ক : বাজেট অধিবেশন শুরুর দিন সংসদে দাড়িয়ে বিরোধীদের বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের বাজেট পেশের আগে সোমবার মোদী সংসদে বলেন দলের হয়ে লড়াই শেষ এবার দেশের কথা ভাবুন। দেশের হয়ে কাজ করার জন্যই জনগণ আপনাদের সংসদে পাঠিয়েছে।
মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাজেট অধিবেশনকে ঘিরে উত্তাল হতে পারে সংসদ। তার আগের দিন সোমবার তাই সংসদে দাঁড়িয়েই বিরোধীদের পাল্টা আক্রমণের রাস্তায় হাঁটলেন প্রধানমন্ত্রী। এদিন ভাষণে মোদী বলেন দলের হয়ে হয় দেশের জন্য কাজ করুন। দলের হয়ে লড়াই শেষ এবার দেশের কথা ভাবুন। দেশের হয়ে কাজ করার জন্যই জনগণ আপনাদের সংসদে পাঠিয়েছে। তারপরই বিরোধীদের মোদীর খোঁচা এখন দলের হয়ে নয় দেশের হয়ে সংসদে কাজ করুন। সাড়ে চার বছর পর আবার না হয় রাজনৈতিক লড়াই করবেন।
এদিন মোদী গ্যারান্টির কথাও শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। মোদী বলেন দেশবাসীকে যে গ্যারান্টির কথা বলেছি নতুন বাজেটে সেই প্রতিশ্রুতি পূরণ করা হবে।
এরপরই বিরোধীদের সরাসরি আক্রমণ করে মোদী বলেন অধিবেশনে ১৪০ কোটি মানুষের নির্বাচিত সরকারের কণ্ঠরোধ করা হয়েছে, প্রধানমন্ত্রীর মুখ বন্ধ রাখার চেষ্টা হয়েছে এটা গণতন্ত্র নয়।
কিন্তু কেন বাজেট অধিবেশনের শুরুর দিনই বিরোধীদের এমন আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। বিরোধীরা বলছেন সংসদে সংখ্যগরীষ্ঠতা নেই বিজেপির। জোট সঙ্গীদের নিয়ে সরকার চালাতে হচ্ছে মোদীকে। বাজেট পেশের আগে আর্থিক প্যাকেজ চেয়ে বিজেপির উপরে ক্রমশ শরিকি চাপ বাড়ছে। চাপ বাড়াচ্ছে বিজেডি, ওয়াইএসআর কংগ্রেসের মতো একদা পদ্ম-ঘনিষ্ঠ দলগুলিও। তাই বিরোধীদের পাশাপাশি জোট সঙ্গীদেরও বার্তা দিয়ে রাখলেন মোদী। আর কে না জানে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স।