
রোজি লামা, নেপালঃ আশ্রমের নাবালিকা আশ্রমিককে ধর্ষণের অভিযোগে কাঠমান্ডুর একটি গোপন ডেরা থেকে ৩৩ বছরের রাম বাহাদুর বোমজন ওরফে ‘বুদ্ধ বালক’ কে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। ২০১৮ সালে আশ্রমের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছে ‘বুদ্ধ বালকে’র বিরুদ্ধে। এছাড়াও আশ্রমের চারজন নাবালিকা ২০১০ সাল থেকে নিখোঁজ। ওই ঘটনার নেপথ্যেও এই ‘বুদ্ধ বালকে’র কারসাজি থাকতে পারে বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর ২০১৮ সালে ধর্ষণের অভিযোগ ওঠার পর অভিযুক্তকে আশ্রম থেকে বের করে দিয়েছিল কর্তৃপক্ষ। তারপর থেকে গা ঢাকা দিয়েছিল সে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৬ বছর বয়স থেকে অভিযুক্ত আশ্রমের সঙ্গে যুক্ত হয়। এমনকী এক সময় জঙ্গলের গভীরে তার বিখ্যাত অলৌকিক ধ্যানের সাক্ষী হতে হাজার হাজার মানুষ জড় হতেন। অনুগামীরা দাবি করতেন, জল, খাবার কিংবা ঘুম ছাড়াই টানা কয়েকমাস সে নাকি ধ্যান করতে পারতো। সেই সূত্রেই ভক্তদের কাছে সে হয়ে ওঠে ‘বুদ্ধ বালক’। ধৃতের কাছ থেকে ৩০ মিলিয়ন নেপালি রুপি এবং আরও ২২হাজার ৫০০ বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছে পুলিশ।