
ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় সরকারের এক আমলা, তাঁর মা ও বোন-সহ পরিবারের তিন জনের মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে। ঘটনাটি ঘটেছে কেরলের এরনাকুলাম জেলার কাক্কানাদ কাস্টমস কোয়ার্টারে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাঁরা আত্মঘাতী হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত আমলার নাম মণীশ বিজয়। কেন্দ্রীয় আবগারি ও জিএসটি-র অতিরিক্ত কমিশনার পদে কর্মরত ছিলেন তিনি। অফিসে চারদিন ছুটি নেওয়ার পরেও কর্মস্থলে না যাওয়ায় তাঁর এক সহকর্মীরা বাড়িতে যান খোঁজ নিতে। সেখানে যাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। মণীশের সহকর্মীরা জানিয়েছেন, ওই আমলার বাড়িতে যাওয়ার পর তাঁরা তীব্র দুর্গন্ধ পান। এরপর তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাড়িতে ঢুকে মণীশকে ঝুলন্ত অবস্থায় দেখে। আলাদা আরেকটি ঘরে মণীশের বোণ শালিনীকেও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের বৃদ্ধা মা শকুন্তলাকে বিছানায় মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন পুলিশ আধিকারিকরা। মহিলাকে ফুল ও সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় প্রাথমিক ভাবে দুটি সম্ভাবনার কথা উঠে আসছে, প্রথমত, মায়ের মৃত্যুর পর তাঁর শোকে মণীশ ও তাঁর বোন আত্মহত্যা করেছেন। দ্বিতীয়ত, মাকে খুন করে তাঁরা আত্মঘাতী হয়েছেন।
কোচির পুলিশ কমিশনার পুট্টা বিমলাদিত্য সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলি কয়েক দিনের পুরনো এবং তাতে পচন শুরু হয়েছে। ‘ফরেনসিক পরীক্ষার পরই জানা যাবে তারা কখন মারা গেছেন।’ মণীশের বাড়ি থেকে একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। যেখানে লেখা ছিল তাঁদের মৃত্যুর সংবাদ বিদেশে থাকা তাঁদের এক বোনকে জানানোর জন্য।
আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা ওই পরিবারটি কেরলে থাকত। মণীশের কাজের সূত্রে তাঁর মা ও বোন তাঁর কাছে থাকতেন। এর আগে মণীশ কোঝিকোড় বিমানবন্দরে কাস্টমস প্রিভেনটিভ-এ কাজ করতেন। দেড় বছর আগে কোচিতে বদলি করা হয় তাঁকে। পুলিশের মতে, ঝাড়খণ্ডে একটি আইনি মামলা চলছিল শালিনীর, সেকারণে মণীশ কাজ থেকে ছুটি নিয়েছিলেন।
রিপোর্টে বলা হয়েছে ২০০৬ সালে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন শালিনী। তারপর তিনি ডেপুটি কালেক্টর হিসেবে নিযুক্ত হন। তবে, পরে তার পদমর্যাদা চ্যালেঞ্জ করার ফলে তাঁকে বরখাস্ত করা হয়। ২০২৪ সালে সেই মামলার তদন্ত করে চার্জশিট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরপর মামলার বিচার শুরু হয়।
মৃত মণীশের বোন বিদেশ থেকে এলে মৃতদেহগুলির ময়নাতদন্ত হবে। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছে পুলিশ।